বাইবেলীয় ঈশ্বর - পর্ব ১ - কৌতুককেও হার মানায়!

বাইবেলীয় ঈশ্বর!!! (পর্ব ১)
~
কেউ খ্রিস্টান পরিবারে জন্ম নিলেও বাইবেলীয় ঈশ্বর সম্পর্কে জানার পর বিকৃত খ্রিস্টধর্ম থেকে সঠিক দ্বীনে প্রত্যাবর্তন করবে, যদি সে চোখ থাকতেও অন্ধ না হয়।
~
😒 প্রভু ঈশ্বর স্বর্গের বাগানে আওয়াজ করে হাঁটেন (পায়ের আওয়াজ)। - আদিপুস্তক ৩ঃ৮
😒 বাগানের গাছগুলোতে লুকিয়ে পড়লে প্রভু ঈশ্বর তাদের খুঁজে না পেয়ে পুরুষটিকে ডাকেন, তুমি কোথায়?” - আদিপুস্তক ৩ঃ৯
😒 শহর, আকাশস্পর্শী স্তম্ভ, আর মানুষ কী কী তৈরি করছে সেটা দেখতে প্রভু ঈশ্বরকে পৃথিবীতে নেমে আসতে হয়। -আদিপুস্তক ১১ঃ৫
😒 পাপকাজে মানুষদের আর্তনাদ প্রভু শুনতে পেলেও তা দেখতে পান না। দেখে নিশ্চিত হওয়ার জন্য পৃথিবীতে নেমে আসতে হয়। -আদিপুস্তক ১৮ঃ২০-২১
😒 প্রভু অনুশোচনা করেন। মানুষ সৃষ্টির জন্য তিনি দুঃখিত। মানুষের অপরাধের কারণে তিনি সকল (নিরপরাধ হলেও) জানোয়ার, পাখি ধ্বংস করে দিতে চান। -আদিপুস্তক ৬ঃ৬-৭
😒 প্রভু ঈশ্বর, যাকোব (ইয়াকুব) এর সাথে রেসলিং করেন। -আদিপুস্তক ৩২ঃ২৪-৩০
😒 প্রভু ঈশ্বরের অনুশোচনা আছে। -১ সামুয়েল ১৫/১১,১৫/৩৫
~~~
সামনে আরো বাইবেলীয় জোক্স আসছে 😋
হাসতে থাকুন, হাসলে হার্ট ভালো থাকে।

Post a Comment

Previous Post Next Post